1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভাগ্নে গ্রেফতার

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর, জামাই ও ভাগ্নেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার এসআই মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মজিবর রহমানের পুত্র বাবু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের পুত্র আনোয়ার হোসেন (৪৫), তার জামাই পাবনা সদর উপজেলার স্বপন প্রামানিক (২৮) এবং একই গ্রামের মিজানুর রহমানের পুত্র ও আনোয়ারের ভাগ্নে আশরাফ আলী (২১)।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন ও আশরাফ আলী ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আনোয়ারের জামাই স্বপন প্রামানিকের ভাড়া করা ঘরে মজুত রাখেন। পরে গাঁজার নমুনা নিয়ে তারা বাইরে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপন প্রামানিকের ঘর থেকে গাঁজা উদ্ধার করে এবং তিনজনকেই গ্রেফতার করে।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট