কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর, জামাই ও ভাগ্নেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার এসআই মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মজিবর রহমানের পুত্র বাবু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের পুত্র আনোয়ার হোসেন (৪৫), তার জামাই পাবনা সদর উপজেলার স্বপন প্রামানিক (২৮) এবং একই গ্রামের মিজানুর রহমানের পুত্র ও আনোয়ারের ভাগ্নে আশরাফ আলী (২১)।
পুলিশ জানায়, আনোয়ার হোসেন ও আশরাফ আলী ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আনোয়ারের জামাই স্বপন প্রামানিকের ভাড়া করা ঘরে মজুত রাখেন। পরে গাঁজার নমুনা নিয়ে তারা বাইরে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপন প্রামানিকের ঘর থেকে গাঁজা উদ্ধার করে এবং তিনজনকেই গ্রেফতার করে।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।