1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

রৌমারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

পুলিশই জনতা,জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত । রৌমারী থানা পুলিশের আয়োজনে সোমবার  (২৭ অক্টোবর) সকাল ১১  টার দিকে রৌমারী থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভা বক্তরা বলেন, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী নির্যাতন, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন,  বাল্যবিবাহের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। একাধিক বক্তা অভিযোগ করেন, মাদক কারবারিদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হলেও তারা অল্প সময়ের মধ্যেই পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করার দাবি জানান তারা। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের কঠোর ভূমিকা প্রত্যাশা করে বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অপ্রাপ্তবয়স্কদের বয়স বাড়িয়ে ভুয়া জন্মসনদ দিয়ে বাল্যবিবাহে সহায়তা করছেন, যা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে কঠোর আইন প্রয়োগ এবং সেবার মান বাড়াতে পুলিশের প্রতি আহ্বান জানান স্থানীয় জনসাধারণ।

ওপেন হাউস ডে কর্মসূচিতে বক্তব্য রাখেন৷ রাসেল কবির সিনিয়র সহকারী

পুলিশ সুপার,   রৌমারী  রাজিবপুর, চিলমারী , সেলিম মালিক  (ভারপ্রাপ্ত) কর্মকর্তা, রৌমারী থানা), রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজু   আহমেদ,হায়দার আলী,রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও রৌমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল, মোস্তাক রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির।রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, সদস্য সচিব ইসলামী আন্দোলন রৌমারী উপজেলা শাখা। প্রবীণ সাংবাদিক মাসুদুর রহমান,

বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল আজিজ, বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ছাএ দলের আহ্বায়ক  নাজমুল হোসাইন, স্থানীয় জনপ্রতিনিধি গ্রাম পুলিশ। বিএনপি জামায়াতের নেতাকর্মী ও সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ

স্থানীয় জনগণ এ ধরনের ওপেন হাউস ডে কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করে পুলিশের প্রতি আস্থা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট