1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ২৮শে অক্টোবর লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর  পল্টনে আওয়ামী লীগও ১৪ দল কর্তৃক লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে  বিক্ষোভ সমাবেশ করছে উপজেলা  জামায়াত। 

মঙ্গলবার (২৮ অক্টোবর ) বেলা ৩ ঘটিকায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাসটার্মিনালে এসে শেষ হয়।

পরে উপজেলা জামাতের আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে  কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, জনপ্রিয় ইসলামী বক্তা মোস্তফা মাহবুবুল আলম( সাতক্ষীরা ), ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে- যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। গত ১৯ বছরেও এর বর্বর হামলার দায়ীদের বিচার হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের আহবান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট