আজ ভোলার মনপুরা উপজেলায় রাষ্ট্রীয় সফরে আসেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সফরকালে তিনি উপজেলার নবনির্মিত চর কলাতলি লঞ্চ টার্মিনাল ও ডাল চর লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন।
এ সময় তিনি টার্মিনালগুলোর সার্বিক অবস্থা, যাত্রীসেবা, এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, মনপুরা থানার অফিসার ইনচার্জ আহসান কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পল্লী দরিদ্র ফাউন্ডেশন কর্মকর্তা মাতাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মনপুরা জামায়াতে ইসলামী আমির আমিমুল ইহসান জসিম, এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপদেষ্টা বলেন, “মনপুরা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা। এখানকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নতুন লঞ্চ টার্মিনালগুলো চালু হলে দ্বীপবাসীর যাতায়াতে আরও গতি আসবে।