টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা, সমাবেশ উদযাপিত হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুব শাখা। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাপুরে দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন,আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাবেক এমপি, শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ আজিজ রেজা, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক, উপজেলা যুবদল, মোঃ ইবাদুল ইসলাম সিকদার , সদস্য সচিব,পৌর যুবদল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তৌহিদুল ইসলাম বাবু, সদস্য সচিব, জেলা যুবদল, টাঙ্গাইল। সভাপতিত্ব করেন, সাবেক আহ্বায়ক, মির্জাপুর উপজেলা যুবদল গোলাম মোস্তফা জীবন
মঙ্গলবার (২৮ অক্টোবর) আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাবেক এমপির নিজ বাড়ি থেকে শোভাযাত্রাটি শুরু করে- কলেজ রোড, পুরাতন বাস স্ট্যান্ড , মির্জাপুর বাইপাস সহ মির্জাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে দলের কয়েক হাজার যুবদল নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করে।
আলোচনা সভার পূর্বে মির্জাপুর উপজেলা যুব দলের সাবেক প্রচার সম্পাদক পাপন মৃধার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ও মিছিল বের করা হয়।
প্রধান অতিথি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী কারা হবে, তারা কি শুরু করেছে তারা যা শুরু করেছে, আমার জানা মতে কোন ধর্ম, ধর্মব্যবসায়ীরা ধর্ম নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারে নাই।যুগে যুগে প্রমাণ হয়েছে। ধর্ম ধর্মের জায়গায় থাকবে। আমার কর্মের কারণেই আমার আল্লাহ বেহেশতর দরজা খোলা রাখবে না বন্ধ রাখবে আমার কর্মই বলে দেবে আমার জন্য বেহেস্ত না দোজক। ধর্ম সম্প্রীতি সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। সকল মানুষের পাশে থেকে আমরা রাজনীতি করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ্ উদ্দিন আরিফ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এস এম মহসিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সম্পাদক, মির্জাপুর উপজেলা বিএনপি খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক, মির্জাপুর পৌর বিএনপি রমজান আলী মিয়া, প্রমুখ বিভিন্ন অঙ্গসংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।