1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

‎পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টেনিসবল ম্যাচ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

‎গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে “টেপ বল বিপিএল–২০২৫” টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। দিনটির প্রথম প্রহরে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গাজীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব নাসিফা আরেফিন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
‎বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব শাহদাত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, ফরটিস গ্রুপ, এবং বরেণ্য অতিথি জনাব মোঃ সুলতান উদ্দিন প্রধান ।
‎অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব সাইফুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন, প্রধান উপদেষ্টা জনাব সাইজুদ্দিন আহমেদ, কালিয়াকৈর সরকারি কলেজের বিভাগীয় প্রধান এসএম খালিদ, কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদ আলী মুন্সী, মোঃ ফরহাদ হোসেন, এবং পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।

‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। সকালবেলায় স্থানীয় ১৬টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।

‎দুপুর ১টার দিকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গাজীপুর লায়ন্স এবং খুলনা টাইগার্স দল। এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে, যারা পর্যায়ক্রমে লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

‎অনুষ্ঠান ও খেলা সফলভাবে পরিচালনায় যুক্ত রয়েছেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ক্লাবের সদস্য, ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবীরা। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক এবং সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান,

‎ “খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ প্রজন্ম গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”

‎উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকা আজ পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট