হাই কমান্ডের নির্দেশনা না মেনেই জেলা বিএনপির অদৃশ্য শক্তিতে উপজেলার সাধারণ সম্পাদকের পদ স্থগিত।ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলা বিএনপির তৃণমূলের দুঃসময়ের কান্ডারী আখতার হোসেন নিজাম মীরবহর।বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১ দফা আন্দোলনের ডাক দেয় তখন থেকে বিএনপির দেয়া সকল নির্দেশনা অনুযায়ী কাঠালিয়া উপজেলায় কর্মসূচি পালন করে এসেছেন এই সাহসী নেতা।
এবং তিনি গত বছরের ১লা জানুয়ারি, ২০২৩ কারাবন্দি জীবন পাড় করেছেন। দলের দুর্দিন পেরিয়ে সুদিনের সু বাতাস লাগার আগেই তিনি বলেন, হাই কমান্ডের নির্দেশনা না থাকলেও জেলা বিএনপির অদৃশ্য শক্তিতে আমার উপজেলা সাধারণ সম্পাদক পদটি স্থগিত করে দেয়া হয়।
(নিজাম) তিনি আরো বলেন, গত কয়েকদিন আগেই রাজাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিম আকন সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর আগে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদটি স্থগিত ছিলো। মৃত্যু পরেই তার পদ স্থগিত প্রত্যাহার করা হয়। আমাদের প্রশ্ন জেলা বিএনপিকে কোন অপরাধে আমাদের সম্মান নিয়েও মরতে দিবে না! মৃত্যুর পরে পদ স্থগিত প্রত্যাহার বিএনপিকে প্রশ্নের মুখে ফেলবেন না।