গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। স্থানীয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের রহস্য ,হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে অপারগ প্রকাশ কর্তৃপক্ষের।
রোববার বিকেল আনুমানিক সারে পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর ৪ নং ওয়ার্ড সারদা গঞ্জের সুলতান মার্কেট এলাকায় শতভাগ রপ্তানি মুখী পোষাক প্রতিষ্ঠান জি এম এস কম্পোজিট লিঃ নামে কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস ও মডার্ন ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা আগুনের সূত্রপাত, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর মেলেনি। ঘটনার সময় একটি অ্যাম্বুলেন্স কারখানার ভিতর থেকে মূল ফটোকে আসার সময় উপস্থিত সাংবাদিকরা ভিতরে , কে বা কাহারা আছে জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষ তাদের ওপর চড়াও হয়।
এসময়ে কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেয় ও শারীরিক নির্যাতন চালায়।
পরবর্তীতে দু”জন সাংবাদিক কারখানা কর্তৃপক্ষের কাছে আগুনের সূত্রপাত, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলবে না বলে ফিরিয়ে দেয়। এ বিষয়ে এলাকাবাসী ও শ্রমিকের মাঝে আতঙ্ক বিরাজ করছে।