লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের সবুজের গোজা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে যাচাই–বাছাই শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলম রানা–এর নির্দেশে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয় এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।