ফ্যাসিষ্ট লেডি হিটলরারের পতন এবং বাংলার গন মানুষের মুক্তির লড়াকু সৈনিক জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর অতর্কিত হামলার কারনে মঠবাড়ীয়া এনসিপির প্রতিবাদ সভা ১২/১২/২৫ ইং তারিখ সন্ধাা ৬.৩০ মিনিটের সময় মঠবাড়ীয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। ডঃ শামিম হামিদী,এনসিপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী,জুলাই যোদ্ধা, পিরোজপুর ৩ মঠবাড়ীয়া মোঃ আঃ কুদ্দুস খান যুগ্ম সমন্ময়ক এনসিপি মঠবাড়ীয়া। মিজানুর রহমান যুগ্ম সমন্ময়ক এনসিপি মঠবাড়ীয়াসহ এনসিপি, যুব শক্তি,ছাত্র শক্তির নেতৃবৃন্দ। সভা শেষে ওসমান হাদীর সুস্হতার জন্য দোয়া ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।