মোঃ সফিউল আলম বয়স ২১ বছর, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদের শ্রমজীবী একজন মানুষ নুর নবীর সন্তান গত কয়েক বছর ধরে অসুস্থতা ভোগ করে বর্তমানে এই অবস্থায় রয়েছে। ১২/১৩ বছর বয়স থেকে তার মেরুদণ্ড ক্রমশ বেঁকে যাচ্ছে দ্রুত চিকিৎসা প্রয়োজন।
প্রয়োজন প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা, সকলের মানবিক দৃষ্টিভঙ্গি একজন উঠতি বয়সের তরুণকে হয়তো সারাজীবনের অপরিমেয় কষ্ট থেকে রক্ষা করতে পারে।
আপনার সহযোগিতার উছিলায় হয়তো ছেলেটি একটি সুন্দর জীবন পেতে পারে। আসুন, মানুষ হিসেবে মানবতার স্বাক্ষর রাখি।
সহযোগিতার জন্য যোগাযোগঃ বিকাশ পার্সোনাল নম্বর 01878-323277 (রোগীর মায়ের নম্বর) City Bank – 2223770039001 (রোগীর মায়ের নামে, বিবি আক্তার )