1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে সামসুজ্জোহা খানের মতবিনিময় আওয়ামী লীগ থেকে দুই নেতার পদত্যাগ, ভুল বুঝতে পারার দাবি কালাইয়ে তিনটি খড়ের পালা পুড়ে ভস্মীভূত, তদন্ত শুরু করেছে পুলিশ মির্জাপুরে দাঁড়িয়ে থাকা বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ১ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা জলঢাকায় ভুয়া আহত দেখিয়ে সরকারি ভাতা গ্রহণের অভিযোগে ইউএনও বরাবর দরখাস্ত ধামইরহাটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বরিশালে সেতুর পিলারে ধস জনমনে পারাপারে আতঙ্ক  হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: কালাইয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি-সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেএসইউপি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতা পেশার মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এই কমিটি দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমা সুলতানা নীলা (পিপলস নিউজ ২৪ ডটকম) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল্লাহ খান (নিউজ নেক্সট বিডি)।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি:
ড. মাহবুবুর রহমান (ডেইলি গ্লোবাল ন্যাশন), রিয়াজুল ইসলাম (দৈনিক গণমানুষের আওয়াজ), মো. মেছবাহ উদ্দিন খান, (আজকের মতামত), লিনিয়া আক্তার খুকু, (বাংলার কণ্ঠ), এস এম সাইফুল ইসলাম কবির (দৈনিক সংবাদ প্রতিদিন) এবং অমরেশ দত্ত জয় (কালবেলা/রাইজিং বিডি),দেওয়ান শামীম আল মামুন,( দৈনিক অন্যায়ের চিত্র), মো. জাকির হোসেন, (নাগরিক চিত্র)।

যুগ্ম সাধারণ সম্পাদক: মোকাম্মেল চৌধুরী মেনন, (সারাবিশ্ব ডটকম), মনিরুল ইসলাম রানা,( নিউজ নেক্সট বিডি), মো. মাসুম রানা (জিবিসি টিভি), সৈয়দ মামুন (দৈনিক মাতৃভূমির খবর), বি এম আশিক হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার), মো.মুসা খান (অভি), (দৈনিক মাতৃভূমির খবর) এবং নাছরুল্লাহ আল কাফী (দৈনিক জনকণ্ঠ/দেশকাল নিউজ)।

সাংগঠনিক সম্পাদক: মো. মানিক হোসেন (বার্তা বাজার)। সহ-সাংগঠনিক সম্পাদক: আর এ জাকারিয়া (সিআইএন টিভি২৪)। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: এম এ এইচ রাসেল (দীপ্ত টিভি)। আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মো. আরিফ (স্টার নিউজ এজেন্সি)। তথ্য ও গবেষণা সম্পাদক: হাবিবুর রহমান বাবু, (নাগরিক টিভি)।

দপ্তর সম্পাদক: মো. সোহেল রহমান (দৈনিক সকালের সময়)। সহ-দফতর সম্পাদক : মো: হুজাইফা হাসান,( দৈনিক বর্তমান)। সমাজকল্যাণ সম্পাদক: মো. রোমান মিয়া (ক্রাইম পেট্রোল নিউজ)। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. মোস্তাফিজুর রহমান (বহুমত)।

মহিলা সম্পাদিকা: রহিমা খানম (দৈনিক বাংলাদেশ সময়)। সাংস্কৃতিক সম্পাদক: মো. হাবিবুর রহমান অন্তর (দৈনিক ভোরের চেতনা)।আন্তর্জাতিক সম্পাদক: মো. শফিকুল ইসলাম (সময়ের চিত্র)। অর্থ সম্পাদক: কল্পনা খাতুন (জিবিসি টিভি)।ক্রীড়া সম্পাদক :এস কে শুভ,(নিউজ21)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. জাফরান আকন্দ (দৈনিক স্বাধীন বাংলা)।
শিক্ষা ও সাহিত্য সম্পাদক: আবুল বারাকাত (দৈনিক মাতৃভূমির খবর)।

কার্যকরী সদস্য: এ আর মামুন (সময়ের চিত্র), জেসমিন জুই (দৈনিক নওরোজ), মিল্কী ফয়সাল আহমেদ (দৈনিক প্রতিদিনের কাগজ), মো. জাহাঙ্গীর আলম রায়হান (দৈনিক ভোরের দর্পণ), কাজী জামান, (দৈনিক প্রতিদিনের কাগজ), এবং মো. আরিফ বিল্লাহ (নাগরিক প্রতিদিন), মো: মোয়াজ্জেম হোসেন,(পিপলস নিউজ২৪ডটকম)
মোহাম্মদ আবু জাফর, ( দৈনিক সংযোগ বাংলাদেশ)।

জেএসইউপি’র নেতৃবৃন্দ জানান, নতুন কেন্দ্রীয় কমিটি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে সক্রিয় ও বাস্তবভিত্তিক ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।

এছাড়াও রামপুরা ঢাকায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যনির্বাহী কমিটির একটি অংশও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট