নীলফামারী-০২(সদর) আসন থেকে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।শনিবার দুপুরে (২৭ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে তার হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয় জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকারের কাছ থেকে। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ জানান, আগামী ২৯ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল করা হবে। এদিন তিনি উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(অ্যাব) এর আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তুহিন।