সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরে গৌরবময় পথচলা পূর্ণ করলো মির্জাপুর (গোড়াই শাখা) জাতীয় রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও মানুষের কল্যাণ কামনায় দোয়া আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মির্জাপুরে (গোড়াই শাখা) জাতীয় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মজনু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারেক সিদ্দিকী।
সখিপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম এবং জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত ও দৈনিক যায়যায় সময়ের জেলা প্রতিনিধি,খান শাকিল এর নেতৃত্বে সখিপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মির্জাপুর (গোড়াই শাখা) জাতীয় রিপোর্টার্স ক্লাবকে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলের শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভায় খন্দকার মাসুদ পারভেজ (NCP) বলেন, মির্জাপুর (গোড়াই) জাতীয় রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা জনসম্মুখে তুলে ধরতে ক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সত্য প্রকাশে আপসহীন অবস্থানই এই সংগঠনের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং মির্জাপুর (গোড়াই শাখা) জাতীয় রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।