আগামীকাল রোজ রবিবার আসরের নামাজে পরে কাশিমপুর থানার সামনে গনজামায়াতে, যোগ দিন দলে দলে।
কাশিমপুর থানাধীন সাধু নগরের এই কাশিমপুরে আল্লাহ্ কে নিয়ে কটুক্তি
কাশিমপুর থানাধীন সাধু নগরের এই সাধু (রমজান আলী রঞ্জু) আল্লাহ তায়া’লা কে নি খুবই বাজে কথা বলেছে!
আগামী ৭/১২/২০২৫ইং রোজ রবিবার তারিখে তার বিরুদ্ধে কাশিমপুর থানায় অভিযোগ দাখেল করা হবে! সকল তাওহীদি জনতাকে রবিবার আসরের নামাজের পর থানার সামনে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। উপস্থিত থাকবেন :
(১)সারদা গঞ্জ বড় মাদরাসার মুহতামীম (বড় হুজুর)
(২) মাওলানা ইদ্রিস সাহেব।
(৩) সাইফুল ইসলাম পাঠান সাহেব
কাশিমপুরের সকল আলেমগণ উপস্থিত থাকবেন। তারিখে তার বিরুদ্ধে কাশিমপুর থানায় অভিযোগ দাখেল করা হবে! সকল তাওহীদি জনতাকে রবিবার আসরের নামাজের পর থানার সামনে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। উপস্থিত থাকবেন : (১)সারদা গঞ্জ বড় মাদরাসার মুহতামীম (বড় হুজুর) (২) মাওলানা ইদ্রিস সাহেব। (৩) সাইফুল ইসলাম পাঠান সাহেব ও কাশিমপুরের সকল আলেমগণ উপস্থিত থাকবেন।