1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

মির্জাপুরে আজ বিজয়া দশমী, দেবী বিসর্জন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের এদিন শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবেও বাঙালি জীবনে গভীরভাবে প্রোথিত। দেবী দুর্গার মর্ত্যে আগমন থেকে দশমী পর্যন্ত দিনগুলো প্রতিটি মানুষ আনন্দ-উল্লাসে ভরপুর থাকে।

‎দেবী দুর্গা অসুর মহিষাসুরকে বধ করে ধর্ম ও ন্যায়ের জয় প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিজয়া দশমী ন্যায়, সত্য ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। সকাল থেকে দেবীর পূজা-অর্চনা শেষে বিকেলে হয় প্রতিমা বিসর্জন। ভক্তরা চোখের জলে বিদায় জানান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও বাঙালির হৃদয়ে উৎসবের আবহ বহমান থাকে।

‎আজ বিজয়া দশমীতে অনেক মন্দিরেই দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পরে সিঁদুরখেলার আয়োজন থাকবে। সাধারণত এ আয়োজনে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা কৌটায় ধারণ করেন সারা বছর ব্যবহারের জন্য। এ সময় তাঁরা একে অন্যের কপাল ও চিবুকে দেবীর চরণ স্পর্শ করা সিঁদুর লাগিয়ে দেন।

‎শারদীয় দুর্গাপূজার নবমীতেই দেবী দুর্গা তীব্র লড়াইয়ের মাধ্যমে অসুর বিনাশ করেন। মহিষাসুর বধের এই বিজয় দিবসটি তাই দেবীভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী এই দিনে ভক্তদের মনোবাসনা পূরণ করেন। নবমীর প্রধান ধর্মীয় আচার হলো অসুরবিনাশী দেবীকে অঞ্জলি নিবেদন।

‎সর্বশেষ, বিজয়া দশমী আমাদের শিখিয়ে যায় অশুভ যত শক্তিই প্রবল হোক না কেন, শুভ ও সত্যের জয় নিশ্চিত। এই শিক্ষা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে যুগ যুগ ধরে। তাই শুধু ধর্মীয় আচার নয়, বিজয়া দশমী হয়ে উঠেছে আনন্দ, ভালোবাসা ও মানবিকতার মহোৎসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট