টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়াও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২ টায় দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপভ্যানে এলেঙ্গার দিকে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা অন্তত ১২ জন আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও আরো ২ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।